ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে অক্ষত অবস্থায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
রোববার (১৫ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সালাহউদ্দিন আহমেদ একজন রাজনীতিবিদ, তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হলে দেশের রাজনীতিতে কালো ক্ষত সৃষ্টি হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়ে গুম, হত্যা, জেল-জুলুমের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। একজন সাবেক প্রতিমন্ত্রীকে উঠিয়ে নিয়ে গায়েব করে ফেলার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫