ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সাইফুল ইসলামের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
সাইফুল ইসলামের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক সাইফুল ইসলাম তালুকদার

ঢাকা: সাংবাদিক নেতা সাইফুল ইসলাম তালুকদারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

রোববার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাইফুল হক এ শোক বাণী জানান।



এতে বলা হয়, সাইফুল ইসলাম তালুকদারের অকাল প্রয়াণে দেশের সংবাদপত্র জগত একজন নিবেদিতপ্রাণ প্রতিশ্রুতিশীল সাংবাদিককে হারিয়েছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরাবরই গণমানুষের পক্ষে সোচ্চার ছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও তিনি সোচ্চার ছিলেন।

বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম তালুকদারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।