ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পাকুন্দিয়ায় পৌর ছাত্রদল সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
পাকুন্দিয়ায় পৌর ছাত্রদল সভাপতি গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল হক উজ্জ্বলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বাসে পেট্রোলবোমা হামলার মামলায় রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দরগা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি শহরের চরপাকুন্দিয়া গ্রামের আলতাব উদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ উদ্দিন বাংলানিউজকে জানান, উজ্জ্বল ব্যবসায়িক কাজে দুপুরে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজার রূপালী ব্যাংক শাখায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৪ জানুয়ারি রাতে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকায় অনন্যা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।