কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল হক উজ্জ্বলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বাসে পেট্রোলবোমা হামলার মামলায় রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দরগা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ উদ্দিন বাংলানিউজকে জানান, উজ্জ্বল ব্যবসায়িক কাজে দুপুরে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজার রূপালী ব্যাংক শাখায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২৪ জানুয়ারি রাতে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকায় অনন্যা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫