ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের কর্মসূচি

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল কর্মসূচির সমর্থনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধ ও হরতালের সমর্থনে দুপুর ২টায় রাজধানীর নারিন্দা এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানা জামায়াত। এ সময় জামায়াত নেতা আবুল কাসেম, ওসমান গনি, আব্দুর রহিম, ওবায়দুল হক, আজম খান, তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জামায়াত। মিছিলে উপস্থিত ছিলেন পল্টন জামায়াতের ভারপ্রাপ্ত থানা সেক্রেটারি আলমগীর হোসেন, জামায়াত নেতা আব্দুর রহমান, যুবনেতা আ. সাত্তার সুমন, শিবির নেতা সোহেল রানা মিঠু, মুস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

এর আগে সকাল ৮টায় বনানী এলাকায় হরতাল সমর্থনে জামায়াতের মজলিশে শুরা সদস্য মো. সালাহউদ্দিনের নেত্বত্বে একটি মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা।

একই সময় মতিঝিল কালভার্ট রোডে হরতালের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা জামায়াত। এতে নেতৃত্ব দেন মতিঝিল থানা জামায়াতের আমির কামাল হোসেন। মিছিলে মতিঝিল থানা জামায়াতের সেক্রেটারি মোতাছিম বিল্লাহ, নুর মুহাম্মদ, হামিদুল হক সোহাগ, জসিম উদ্দিন পাটোয়ারী, হাফিজ উল্লাহ খাঁন, ছাত্রনেতা আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শাহজাহানপুরে মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতের শাহজাহানপুর থানার নেতাকর্মীরা। শাহজাহানপুর থানা জামায়াতের সেক্রেটারি মু. সাইদুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানা শিবিরের সভাপতি মুহাম্মদ শাহাদাৎ হোসাইন শিমুল, জামায়াত নেতা শহিদুল ইসলাম, সারওয়ার হোসেন, শিবির নেতা তারেক আব্দুলল্লাহ, ইকবাল হুসাইন প্রমুখ।

সকাল সাড়ে সাতটায় রাজধানীর কল্যাণপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন জামায়াতের কর্মীরা। মিরপুর (পশ্চিম) থানা আমির নূরুল ইসলাম আকন্দের নেতৃত্বে মিছিলে দারুস সালাম থানা সেক্রেটারি আহমদউল্লাহ, বেলায়েত হোসেন, তাজুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।

সকাল সোয়া ৭টায় রাজধানীর যাত্রাবাড়ী কলেজ রোড এলাকায় জামায়াতের যাত্রাবাড়ি (পূর্ব) থানা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াত নেতা নাইম হোসেন, শাজাহান আলী, আশরাফ উদ্দিন, আব্দুল কাদের, নাসরুল্লাহ, আব্দুল হালিম প্রমুখ।

এছাড়াও কলাবাগান, বাড্ডা, ডেমরা এবং উত্তরাতেও অবরোধ-হরতাল সমর্থনে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা।

এ সময় হাবিবুর রহমান জাকারিয়া, আব্দুর রব, ফরিদ হোসাইন, শিবির ঢাকা কলেজ শাখার সভাপতি নাজিম উদ্দিন, মিজানুর রহমান, বাড্ডা জামায়াতের সেক্রেটারি কুতুব উদ্দিন, জামায়াত নেতা মিজানুর রহমান, ওসমান জামান, জামায়াত নেতা এনামূল হক, শফিকুল ইসলাম, ওমর ফারুক, আহমদুল্লাহ, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, উত্তরা (পশ্চিম) জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ রেজা, জামায়াত নেতা জামালুদ্দিন, মোস্তাকিম বিল্লাহ, আরিফ হোসেন, তরিকুল ইসলাম, আবু ওয়াফী, মো. রেজওয়ান, শিবির নেতা মুজাহিদুল ইসলাম, মো. সোহেল, জুয়েল, তারেক, আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।