মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলা জামায়াতের আমিরসহ চার নেতাকর্মীকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) বিকেলে সিলেট শহরের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান (৪৮), প্রচার সম্পাদক লুৎফুর রহমান আজাদী (৪৬), জামায়াত কর্মী নাসির উদ্দিন (৪৫) ও শিবলী মিয়া (৪৪)।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দীকী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে জুড়ী থানায় মামলায় রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫