ঢাকা: রাজধানীর ফকিরাপুল এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল স্প্রিন্টারের আঘাতে মো. চান মিয়া (৩৪) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
চান মিয়া জামালপুর সরিষা বাড়ি থানার বিলবালিয়া গ্রামের হাসন মন্ডলের ছেলে। তিনি বর্তমানে মুগদা মান্ডা বড়পাড়া এলাকায় বসবাস করেন।
চান মিয়া জানান, জোনাকী সিনেমা হলের সামনে থেকে এক যাত্রী নিয়ে আমি দৈনিক বাংলা মোড়ে যাচ্ছিলাম। রিকশা ফকিরাপুল পৌঁছালে হঠাৎ বিকট একটা শব্দ হয় এবং আগুনের ফুলকী এসে আমার গায়ে পড়ে।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আমাকে বিজয়নগর ইসলামী ব্যাংক হাসাপাতালে নিয়ে যায়, পরে সংবাদ পেয়ে আমার স্বজনরা এসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫