মেহেরপুর: মেহেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমানের ওপর তরুণলীগের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় পৃথকভাবে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে গাংনী উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপ।
গাংনী উপজেলা যুবলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহমেদ সাগর, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহমেদ, রাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজ উদ্দীন রাজু, গাংনী পৌর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মাহমুদ হাসিব, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, মোহাম্মদ রেজা, আব্দুল্লাহ, হাসান আলী, অনিক আহমেদ, টিপু হোসেন, শাহিনুর রহমান শাহিন, আশিক হোসেন, আব্দুর রহমান ও রাসেল আহমেদ।
অপরদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুর উদ্যোগে গাংনী উপজেলা শহরের কাথুলি মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগের অপর অংশ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সহসাধারণ সম্পাদক এহসানুল কবীর সবুজ, দফতর সম্পাদক মিঠুন আহমেদ মিঠু, ছাত্রলীগ নেতা প্রিন্স, রিপন, আলমগীর হোসেন ও লিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫