ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোণায় পাথর বোঝাই ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
নেত্রকোণায় পাথর বোঝাই ট্রাকে আগুন ফাইল ফটো

ময়মনসিংহ: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পাথর বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  
 
রোববার (১৫ মার্চ)  রাত সোয়া ১০টার দিকে উপজেলার ঝাঞ্জাইলের শুকনাকুড়ি ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।


 
ট্রাকের মালিক ফারুক মিয়া জানান, দুর্গাপুর থেকে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ে ময়মনসিংহের উদ্দেশে যাত্রাকালে শুকনাকুড়ি ব্রিজে চারজন দুর্বৃত্ত ট্রাক থামিয়ে আগুন দেয়। এ সময় ট্রাকের চালক লাফ দিয়ে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।  
 
ফারুক জানান, স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। তবে, এর আগেই ট্রাকের কেবিনের কাঁচ, হুইলসহ ট্রাকের অধিকাংশই পুড়ে যায়।  
 
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।  
 
বাংলাদেশ সময় ০১২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।