ঢাকা: শিক্ষার পরিবেশ বিঘ্ন হওয়ায় হরতাল-অবরোধের মত কর্মসূচির বিরুদ্ধে ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন থেকে অভিনব এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা।
হত্যা, সন্ত্রাস ও সহিংসতা বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি।
কোমলমতী শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।
নৌ-পরিবহনমন্ত্রী বলেন, হত্যা ও পেট্রোল বোমা, সন্ত্রাস বন্ধ করতে হলে সবাইকে এভাবে রাস্তায় নেমে আসতে হবে। সন্ত্রাস সৃষ্টিকারী বিএনপি-জামায়াতকে বুঝিয়ে দিতে হবে যে, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষক-জনতা আজ ঐক্যবদ্ধ।
‘হিরক রাজার দেশে’ সিনেমার দৃষ্টান্ত দিয়ে শাহজাহান খান বলেন, যিনি নিজে শিক্ষিত নন, তিনি কিভাবে চাইবে যে ছেলেমেয়েরা শিক্ষিত হোক। তাইতো ২০১৪ সালের নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়।
কোনো হরতাল অবরোধে আর স্কুল বন্ধ হবে না বলেও শিক্ষকদের আশ্বস্ত করেন তিনি।
নৌ-পরিবহনমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে যে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড চালাচ্ছে তা কেবল যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাসারের নেতৃত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন শিরিন আখতার এমপি। এসময় দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫