সিরাজগঞ্জ: নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাত থেকে সোমবার (১৬ মার্চ) সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এরা হলেন-সদর উপজেলার একডালা গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে সুলতান (৩০), নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার খানের ছেলে মো. জাহিদ (২৮) ও উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া দক্ষিণপাড়ার মৃত সন্তোষ প্রামাণিকের ছেলে ও বিএনপি নেতা আলমগীর হোসেন (৩৩)।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫