ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাউদ্দিনকে খুঁজে না পাওয়া অশুভ লক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
সালাউদ্দিনকে খুঁজে না পাওয়া অশুভ লক্ষণ

ঢাকা: এক সপ্তাহ যাবৎ ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়াটা রাজনীতির জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।



নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

সালাহউদ্দিনকে খুঁজে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমরা কোন অজানা পথে চলছি, আমরা নিজেরাই জানি না। রাজনীতি হবে জনসমর্থনে, জনগণকে নিয়ে প্রকাশ্যে। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এই রাজনীতি যদি অন্তর্ঘাতে পরিণত হয়, তাহলে তা হবে রাজনীতির জন্য অশুভ লক্ষণ।

সর্বমহল থেকে সর্বপ্রচেষ্ঠায় সালাহউদ্দিনের ব্যাপারে একটি ভাল খবর শোনা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, খালেদা জিয়ার দলীয় অফিস আছে। সেখান থেকে খবর পাঠালে কি হতো? এখন অন্তরালে রাজনীতি অন্তর্ধানে পরিণত হলো না? এধরণের নাটকীয়তা দুঃখজনক।

খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে সহিংসতা উস্কে দিয়েছেন অভিযোগ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এতোদিন পরে বেগম সাহেব (খালেদা জিয়া) সংবাদ সম্মেলন করেছেন। মানুষ আশা করেছিল, উনি সহিংসতার রাজনীতি থেকে সরে আসবেন। কিন্তু তিনি তা আরও উস্কে দিয়েছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাঙালি বাঙালিই থাকবে। এটাকে মধ্যপ্রাচ্য বানানো যাবে না। এদেশের সাধারণ মানুষকে উগ্র জঙ্গিবাদী বানানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।