বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার বুড়িতলা এলাকার যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজুকে হত্যাচেষ্টার ঘটনায় মাঝিড়া বন্দর কমিটির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দিনগত রাতে সাজেদুর রহমান সাজুর বাবা আব্দুল জোব্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, মামলায় অভিযুক্তদের অধিকাংশ’ই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে এ মামলায় অভিযুক্তদের মধ্যে জনি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বুধবার (১১ মার্চ) রাতে হামলার শিকার হন এ যুবলীগ নেতা। তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৫