ঢাকা: এতিমদের টাকা আত্মসাৎকারী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার অবশ্যই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ।
রোববার (১৬ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
গোলাপ বলেন, বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের রূপকার সজীব ওয়াজেদ জয়কে হত্যার উদ্দেশে অপরহণ ষড়যন্ত্রের পেছনে রয়েছে একাত্তরের পরাজিত মৌলবাদী শক্তি। আর মৌলবাদী শক্তিরা বর্তমানে রাজনীতির নামে দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য নাশকতা চালাচ্ছে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫