চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, আটকদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি পৌর কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা (৪৬) রয়েছেন।
এছাড়া সদর উপজেলা, গোমস্তাপুর ও নাচোল থেকে জামায়াতের ৩ কর্মীকে আটক করা হয়। বাকীরা বিভিন্ন মামলার আসামি।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫