সিলেট: হলে ওঠো কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এ নিয়ে চলছে চরম উত্তেজনা।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রলীগের পার্থ-ইমরান ও উত্তম-অঞ্জন গ্রুপ।
ক্যাম্পাস সূত্র জানায়, পার্থ-ইমরান গ্রুপের নেতাকর্মীদের প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী সকালে হলে উঠিয়ে দেওয়ার কথা। কিন্তু সকালে এ নিয়ে আলোচনা হলে কমিটির বিরোধীপক্ষ উত্তম-অঞ্জন গ্রুপের নেতাকর্মীরা বাধা হয়ে দাঁড়ায়।
এ নিয়ে উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে কমিটি বিরোধীপক্ষ উত্তম-অঞ্জন গ্রুপ শাহপরান হলের সামনে এবং সঞ্জিবন চক্রবর্তী পার্থ-ইমরান খানের নেতৃত্বে ৫০/৬০ জন নেতাকর্মী রেজিস্ট্রার ভবনের ভেতরে অবস্থান করছে।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভিসির নেতৃত্বে প্রশাসনের বৈঠক চলছে বলে জানা যায়।
উভয়গ্রুপের মধ্যে সমঝোতা করতে দফায় দফায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষ পর্যন্ত সমঝোতার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
এ ব্যাপারে মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাংলানিউজকে জানান, পরিস্থিতি থমথমে। ক্যাম্পাস এলাকায় অর্ধশতাধিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
হল দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের কমিটি পক্ষ পার্থ-ইমরান ও কমিটি বিরোধীপক্ষ উত্তম-অঞ্জন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে এ নিয়ে সংঘর্ষ ও হত্যার ঘটনাও ঘটে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫