নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে নোয়াখালীতে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের ছোট ভাই নজরুল ইসলাম খানসহ বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে আটক কর্মীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক কর্মীদের মধ্যে অন্য দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫