মানিকগঞ্জ: বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী মানিকগঞ্জে নিজ বাড়িতে পালিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলার ঘিওর উপজেলার পাচুরিয়ায় নিজ বাড়ির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পারিবারিকভাবে মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু, মেয়ে পান্না খোন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫