ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ

রংপুর: প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য, যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্বেচ্ছাসেবকলীগ।

সোমবার (১৬ মার্চ) নগরীতে তারা এ কর্মসূচি পালন করে।

 

বিক্ষোভ মিছিলটি বেতপট্টি মোড়ের আওয়ামী লীগ কার্যলয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে পথসভা করে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন লাবলর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য হারুন অর-রশিদ, কেন্দ্রীয় সদস্য রবিউল ইসলাম রেজভি, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, জেলা যুবলীগের নেতা লক্ষিণ চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ফরহাদ হোসেন রিপন, জুয়েল আহমেদ, রিয়াজুল নবী, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম।

এ সময় বক্তারা বলেন, জামায়ত শিবির ও বিএনপি পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে হত্যার উদ্দেশে অপহরণের চেষ্টা করেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত বিএনপির সিনিয়র নেতাসহ পরিকল্পনাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।