গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, নির্দিষ্ট সময়ের আগে দেশে কোনো নির্বাচন হবে না।
সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে শামিমা পারভিন বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষার নামে বিএনপি যা করছে তা কোনো আন্দোলনের সংজ্ঞার মধ্যে মধ্যে পড়ে না। পেট্রোলবোমা মেরে জনগণকে হত্যা করে খালেদা জিয়া কি করে জনগণের দাবি আদায় করবেন।
তিনি বলেন, আন্দোলনের নামে তারা সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এসব সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার অভিযোগে তাদের বিচার করা হবে। এ দেশে কোনো উগ্রবাদ, সন্ত্রাসী ও জঙ্গিবাদের ঠাঁই নাই।
শেখ সেলিম বলেন, ৭১’এ জামায়াত ছিল যুদ্ধাপরাধীর দল, আর এখন বিএনপি হয়েছে ঘাতকের দল। স্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংস করতে একের পর এক যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে খালেদা জিয়া ও তার দল।
তিনি আরো বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিনকে খালেদা জিয়া নিজেই গুম করেছেন। তার খোঁজ কেবল খালেদা জিয়াই দিতে পারেন।
শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মেজবাহ উদ্দিন হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেশমা আক্তার হাসি, কলেজ শিক্ষক রণজিৎ কুমার মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ১০ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন শেখ সেলিম।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫