ঢাকা: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে খালেদা-জামায়াতসহ অশুভ শক্তিকে প্রতিহতের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার (১৬ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৮ মার্চ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভা সফল করতেই এ বর্ধিত সভার আয়োজন করে দলটি।
হানিফ বলেন, সারাদেশের মানুষ যখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তখন বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায়। আসুন বঙ্গবন্ধুর জন্মদিনে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। খালেদা-জামায়াত অশুভ শক্তিকে রুখে দেবো, প্রতিহত করবো।
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপির চেয়ারপারসনের আহ্বানের জবাবে হানিফ বলেন, সভা-সমাবেশের ওপর এই সরকার কোনোদিন নিষেধাজ্ঞা জারি করে নাই।
বিএনপি নেত্রীর সুস্থ রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই দাবি করে হানিফ বলেন, ডিএমপি কমিশনার যখন সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন তখন তারা (বিএনপি) সমাবেশ করার অবস্থান থেকে ফিরে গেছেন। হরতাল-অবরোধ দিয়ে সহিংস রাজনীতির পথে চলে গেছে। এখন আবার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন।
একই সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। কয়েকদিনের মধ্যে এটা পরিস্কার হয়ে যাবে যে, এটা তাদের সাজানো নাটক। তারা (বিএনপি) বারবার নাটক করে ধরা পড়েছে, এবারও ধরা পড়বে।
তিনি বলেন, বিএনপি নেত্রী জঙ্গী ও সন্ত্রাসীদের নেত্রী। তিনি সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে গেছেন। স্পষ্ট বুঝা যাচ্ছে, তার এখান থেকে বের হয়ে সুস্থ রাজনীতিতে আসার সুযোগ নেই।
নগরে বিভেদ নিয়ে কামরুল বলেন, আমরা সর্বস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দল ও নির্বাচন নিয়ে তার সব নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। এখানে কোনো বিভেদ বা বিরোধ নেই।
আজ (১৬ মার্চ) রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫