ঢাকা: দমন-পীড়ন ও পেট্রোলবোমা সন্ত্রাস বন্ধ করে দেশের চলমান রাজনৈতিক সংকটের মীমাংসা রাজনৈতিকভাবেই করতে দেশের বড় দুই রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বামমোর্চা।
সোমবার (১৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় তারা।
‘দমন-পীড়ন, গুম-খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, জানমালের নিরাপত্তা, পেট্রোলবোমা সন্ত্রাস বন্ধ ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ’র দাবিতে এ সমাবেশ করে বামমোর্চা।
বামমোর্চার সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।
সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে সদরঘাটের বাহদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচিও পালন করে মোর্চার নেতাকর্মীরা।
আটটি বাম রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বামমোর্চা। এর অন্তর্ভুক্ত সংগঠনগুলো হলো- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, শ্রমিক-কৃষক সাম্যবাদী দল, বাসদ (মাহবুব), বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন এবং গণসংহতি আন্দোলন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫