ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে অক্ষত ও সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আবারও জোর দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে অক্ষম ও ব্যর্থ সরকার বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে আজও আদালতে হাজির করতে পারেনি। এতে দিন দিন তার পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের এবং দেশবাসীর উৎকণ্ঠা বাড়ছে। ’
‘এ বিষয়ে বারবার আহ্বান জানিয়েও মানবিক মূল্যবোধহীন এই অবৈধ সরকারের বক্তব্য ও আচরণে কোনোভাবেই তা প্রভাব সৃষ্টি করতে পারছে না’ - বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশের একজন সাবেক নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার পর, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য ও নিষ্ঠুর রসিকতায় দেশবাসী স্তম্ভিত ও ক্ষুব্ধ। ’
তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে অক্ষত ও সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করছি। সেই সঙ্গে এই দাবিতে দেশের সব গণতন্ত্রমনা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি-সংগঠন ও দলের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫