বগুড়া: চলমান হরতাল-অবরোধের সমর্থনে বগুড়ায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের মফিজ পাগলার মোড় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শেরপুর রোড, গোহাইল রোড ও সূত্রাপুর ঘুরে পুনরায় মফিজ পাগলা মোড়ে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তালুকদার বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, লাভলী রহমান, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হক, জামায়াত নেতা মোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্রকে সরকার মৃত্যুপুরীতে সাজিয়ে রেখেছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রশাসন নির্ভর দল হয়ে পড়েছে। প্রশাসনকে ব্যবহার করেই তারা বিরোধী দলকে দমন করার চেষ্টা করছে। তবে গুম, খুন, গুপ্তহত্যা আর পুলিশি দমনের ভয় দেখিয়ে সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫