ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের বিপিন পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের শিববাড়ি রোড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন।
নুরুজ্জামান খোকনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিভাস সরকার মিন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা উত্তম চক্রবর্তী রকেট, ইমরান, সুমন, অ্যাডভোকেট মিয়া মঞ্জুরুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার প্রচেষ্টার ষড়যন্ত্র করা হয়েছিল। এসব হীন ষড়যন্ত্রকারীদের রাজনীতির মাঠেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা মার্চ ১৬, ২০১৫