ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের খোঁজ পেতে ‘রাষ্ট্র বসে নেই’ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার (১৬ মার্চ) বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, সালাহউদ্দিনের নিখোঁজের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা নেই। হাইকোর্টের রুল জারির আগেই ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন থানায় সালাহউদ্দিনকে খোঁজার বিষয়ে নির্দেশনা দিয়েছে। মোট কথা হলো রাষ্ট্র বসে নেই। তার বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আদালতে উত্তরা পশ্চিম থানার ওসির দেওয়া প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীই তার স্বামীকে তুলে নিয়ে গেছে। আর সালাহউদ্দিনকে তুলে নেওয়ার কিছুক্ষণ আগেও তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন বলেও জানান হাসিনা আহমেদ।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এসব কথার কোনো ভিত্তি নেই। পুলিশ আদালতকে মিথ্যা তথ্য দেবে এটা অকল্পনীয়।
সালাহউদ্দিনকে না পাওয়ার বিষয়ে উদ্বেগ আছে কি-না এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অবশ্যই বিষয়টি উদ্বেগের। একইসঙ্গে বার্ন ইউনিটে যেসব পোড়া রোগী আছে তাদের পুড়ে যাওয়ার বিষয়টিও উদ্বেগের।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫