ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান সংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে পরপর বিস্ফোরিত তিনটি ককটেলে পুলিশ কনস্টেবল আবু বকর সিদ্দিক আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
সোমবার (১৬ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নীলক্ষেত ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জমান জানান, বিস্ফোরণের সময় আহত পুলিশ কনস্টেবল সাদা পোশাকে ছিলেন। তার বুকে ও হাতে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘন্টা, মার্চ ১৬, ২০১৫
** মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ