ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে গুম করার প্রতিবাদে ও হরতাল-অবরোধের সমর্থনে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার আগে উপজেলা টিয়াশিয়া কবরস্থান সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দাপাড়া বাজারে গিয়ে শেষ হয়।



এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শিল্পপতি রকিবুল করিম খান পাপ্পু, উপজেলা যুবদলের সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওহাব মন্ডল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক  সোহেল রানা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আইয়ূব, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, বেলকুচি কলেজ ছাত্রদল শাখার সভাপতি ইলিয়াছ আহম্মেদ, যুবদল নেতা মোহাম্মদ আলী, রাশেদুজ্জামান, আবু কাইয়ুম, শরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।