ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
দিনাজপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক ভাঙচুর

দিনাজপুর: দিনাজপুরে অবরোধ-হরতালের সমর্থনে বিক্ষোভকালে একটি কাভার্ডভ্যান ও তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর শহরের মালদহপট্টি ও বিকেলে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় পৃথক ‍এ ভাঙচুরের ঘটনা ঘটে।


 
এ সময় কাভার্ডভ্যান চালক আবু রায়হান (৪০) আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

দিনাজপুর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় মালদহপট্টিতে ছাত্রদলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। তারা তিনটি ইজিবাইক ভাঙচুর করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরো জানান, বিকেলে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার এলাকায় ছাত্রদল কর্মীরা মিছিল বের করে। এ সময় ওষুধ বহনকারী একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে তারা। এতে ওই গাড়ির চালক আহত হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।