ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সুরক্ষিত অবস্থায় ফেরত দিতে রাষ্ট্রের কাছে আবেদন জানান বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় গুলশান-২ এর ৭২ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি দ্য প্লাটিনাম রেজিডেন্স সালাহ উদ্দিনের বাসার সদস্যদের সমবেদনা জানাতে এসে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি এ আবেদন জানান।
অধ্যাপক এমাজ উদ্দিন বলেন, বিশ্ব, দেশ ও জাতি যেন খারাপ কিছু দেখতে না পায়, সে যে নিরাপদে আছে সেটাই যেন দেখতে পায়।
আমরা বিশ্বাস করি সালাহ উদ্দিন সুস্থ আছেন, সরকার তাকে ফেরত দিয়ে সে বিশ্বাস রক্ষা করবে।
তাদের সঙ্গে কথা বলার সময় সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ প্রধানমন্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানান।
এ সময় সালাহ উদ্দিন আহমেদের ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা করুন সুরে বলেন, আব্বুকে সুস্থভাবে ফেরত চাই। প্রধানমন্ত্রী চাইলে আব্বুকে ফেরত পাবো। আমার বিশ্বাস আব্বু সুস্থ আছেন, সুস্থভাবে আব্বুকে ফেরত পাবো।
রাইদা গুলশানের স্কলাস্পিকা স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এই প্রতিনিধি দলটির সঙ্গে আরও ছিলেন বিশিষ্ট কবি, সাংবাদিক আবদুল হাই শিকদার।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫/আপডেট ২২০৭ ঘণ্টা