খুলনা: খুলনা প্রেসক্লাবে ১টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সোমবার (১৬ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জের দেয়ালে হঠাৎ বিকট শব্দে ১টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে স্যার ইকবাল রোডের আশপাশের জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় বাংলানিউজকে বলেন, ঘটনার পর ক্লাবের সিসি ক্যামেরায় দেখা যায় অজ্ঞাত পরিচয়ের সাদা ব্যাগ হাতে দুই যুবক এসে এ ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা নগরীর পিকচার প্যালেস মোড়ের দিকে হেঁটে চলে যায়।
এ ঘটনার পর খুলনা সদর থানার এসি জিয়াউদ্দিন আহমেদ ও ওসি সুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫