ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিনের মেয়ের আকুতি

‘আব্বুকে সুস্থভাবে ফেরত চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
‘আব্বুকে সুস্থভাবে ফেরত চাই’ ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে সুস্থভাবে ফেরত পেতে আকুতি জানিয়েছে তার ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা।

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় নিজেদের গুলশান ২ এর ৭২ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে সংবাদকর্মীদের মাধ্যমে এ আকুতি জানায় সে।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমেদ ‘নিখোঁজ’ সালাহউদ্দিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এলে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় কথা বলার সুযোগ পেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী রাইদা আকুতির স্বরে বলে, আব্বুকে সুস্থভাবে ফেরত চাই। প্রধানমন্ত্রী চাইলে আব্বুকে ফেরত পাবো। আমার বিশ্বাস আব্বু সুস্থ আছেন, সুস্থভাবে আব্বুকে ফেরত পাবো।  

সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদও সংবাদকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানান।

ড. এমাজউদ্দীন আহমেদ এ সময় বলেন, বিশ্ব, দেশ ও জাতি যেন খারাপ কিছু দেখতে না পায়, তিনি যে নিরাপদে আছেন, সেটাই যেন দেখতে পায় সবাই। আমরা বিশ্বাস করি সালাহ উদ্দিন সুস্থ আছেন, সরকার তাকে ফেরত দিয়ে সে বিশ্বাস রক্ষা করবে।

এ সময় এমাজউদ্দীনের সঙ্গে ছিলেন সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

** ‘রাষ্ট্রের দায়িত্ব নাগরিককে নিরাপত্তা দেওয়া’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।