ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, দলের যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এ বিষয়ে খুবই উদ্বিগ্ন।
সোমবার (১৬ মার্চ) দিনগত রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি বিএনপি প্রধানের সঙ্গে দেখা করতে এসেছি তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। সালাহউদ্দিন আহমেদ ৫ দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকায় মানসিকভাবে ভেঙৈ পড়েছেন খালেদা জিয়া। তিনি সালাহউদ্দিনকে ছেলের মতো স্নেহ করতেন। এ বিষয়ে তিনি খুবই উদ্বিগ্ন।
সরকার সালাহউদ্দিনকে তার পরিবারের কাছে ফেরত দেবে বলে খালেদা জিয়া আশা করেন বলেও জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫