ঢাকা: বাংলাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১৬ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ সিটিজেন ফোরামের উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের স্থির চিত্র ও ইংরেজি অনুবাদসহ ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ সিটিজেন ফোরামের সেক্রেটারি জেনারেল বজলুর রশিদ বুলুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজসহ (ইআইএএস) বিভিন্ন সংস্থা-জোটের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএইচএম জাহাঙ্গীর চৌধুরী রতন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ। কোনো সন্ত্রাসীর সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। কারণ, বিশ্বে কোনো দেশেই সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না, বরং তাদের দমন করা হচ্ছে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাসবাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তারা মিথ্যাচারের আশ্রয় নিয়েছে।
এক্ষেত্রে ড. হাছান মাহমুদ মার্কিন কংগ্রেসম্যানদের ভুয়া বিবৃতি ও ভারতের বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপের মিথ্যা দাবির প্রসঙ্গ উল্লেখ করেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত যে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তার উদাহরণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি কোর্টের রায়। সেই রায়ে বিএনপি-জামায়াতের যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন সমর্থককে কোর্ট সাজা দিয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র জয় ও তার পরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছে তারা।
এ হামলা পরিকল্পনার জন্য বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা অর্থ যোগান দিয়েছিলেন বলেও উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫