ঢাকা: শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের রাজপথ, নৌপথ, রেলপথ অবরোধের সমর্থনে বিক্ষোভ, পিকেটিং ও অবরোধ করেছে রমনা জামায়াত।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় মালিবাগ রেলগেট এলাকায় এ বিক্ষোভ, পিকেটিং ও অবরোধ করা হয়।
এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব, থানা জামায়াতের সেক্রেটারি এম জে রহমান, কর্মপরিষদ সদস্য এম আলী, আতাউর রহমান সরকার, শিবির নেতা মুরাদ হোসাইন,আনিসুর রহমান, জামায়াত নেতা মাহবুবুর রহমান, মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়াও মগবাজার, নয়াটোলা, মধুবাগ, মালিবাগ, মৌচাক এলাকায় পিকেটিং করে জামায়াত সহ ২০ দলীয় জোটের কর্মীরা।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫