ঢাকা: ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে পিকেটিং করেছে রমনা জামায়াত নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় মালিবাগ রেলগেট এলাকায় পিকেটিং করে তারা।
রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন- জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব, থানা জামায়াতের সেক্রেটারী এম জে রহমান, কর্মপরিষদ সদস্য এম আলী, আতাউর রহমান সরকার, শিবিরনেতা মুরাদ হোসাইন, আনিসুর রহমান, জামায়াত নেতা মাহবুবুর রহমান, মোজাম্মোল হক প্রমুখ।
এছাড়াও মগবাজার, নয়াটোলা, মধুবাগ, মালিবাগ, মৌচাক এলাকায় পিকেটিং করে ২০দলীয় জোটের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫