ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কুড়িগ্রামে জামায়াতের হামলায় ৩ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
কুড়িগ্রামে জামায়াতের হামলায় ৩ পুলিশ আহত

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা বাজারে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ পাঁচজন।



মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল, কনস্টেবল আনোয়ার ও মহিমা রঞ্জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ভোগডাঙ্গা থেকে হরতালের সমর্থনে লাঠি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ভোগডাঙ্গা বাজারে পৌঁছুলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে সাত রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জামায়াতের দুই কর্মী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল করিম মো. এহতেশাম জানান, ঘটনাস্থল থেকে এরশাদুল হক, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল নামে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করা হয়।

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের নাশকতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।