ঢাকা: জিডিপি’র ঊর্ধগতি কমাতেই পরিকল্পিতভাবে হরতাল-অবরোধের মতো কর্মসুচি দেওয়া হয়েছে। যা বাংলাদেশকে পেছনে নেওয়ার সুগভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান একে আজাদ চৌধুরী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর জন্মদিন ও আমাদের অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি’র চেয়ারম্যান বলেন, যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশ যখন ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে তখন হরতাল অবরোধের নামে দেশকে পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।
একে আজাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শক্তিধর পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি স্বাধীন বাংলাদেশ গড়েছেন। তাঁর সুযোগ্য কন্যা যখন জাতির জনকের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করছিলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিলো, রেমিট্যান্স বাড়ছিলো, নতুন নতুন ফ্লাইওভার হচ্ছিলো, জিডিপির গ্রোথও বাড়ছিলো তখন কুচক্রিমহল হরতাল অবরোধ দিয়ে উন্নয়নের গতি কমাতে ষড়যন্ত্র করছে। এদের ষড়যন্ত্র দেশের জনগণই প্রতিহত করছে।
তিনি বলেন, হরতাল-অবরোধের নামে যারা বোমাবাজি আর পেট্রলবাজি করছেন তারা নৃশংসতার দায় না নিতে চাইলেও দেশবাসী জানে এসব সন্ত্রাসী ও জঙ্গি কার্য্যক্রম দেশে কারা করছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, রাস্তায় তিনজন মানুষ থাকে না তাদের তবুও হরতাল অবরোধ ডাকেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন না করে তারা পেট্রলবাজি আর বোমাবাজি করছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের (ঢাকা মহানগর উত্তর) সভাপতি ড. তোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বড় দু’টি কেক কাটা হয়।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫