ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে রুখে দিতে চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা পরিষদের কার্যকরী সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘চলমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ।
সভাপতির বক্তব্যে মোজাফফর হোসেন পল্টু বলেন, দেশ এখন দিয়ে এগিয়ে যাচ্ছে। আর সে কারণেই দেশের বিরুদ্ধে নানাবিধ ষড়ষন্ত্র হচ্ছে।
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রের পথকে রুখে দেওয়ার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আমিনুল হক ফারুক, বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আসাদুল হক,সংগঠনের সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান প্রমুখ ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৭,২০১৫