নোয়াখালী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে জেলা শহরের মাইজদী বাজার এলাকার ভূমি অফিসের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন, জেলা যুবদল নেতা নিজাম উদ্দিন মধু, শহর যুবদল নেতা সেলিম, শহর স্বেচ্ছাসেবকদল নেতা মনির হোসেন, নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি প্রমুখ।
এ সময় দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এবং জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহাজাহানের মুক্তির দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫