ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাওয়া ভবনের নেত্রী ক্ষমতা ছেড়ে এখন হাওয়া হয়ে গেছেন। জনগণের কল্যাণে দায়িত্বশীল নেত্রী হলে ভুল স্বীকার করে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
নাসিম আরও বলেন, আমি গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ঘুরেছি। কোখাও কোনো দোকানপাট বন্ধ নেই, গাড়ি চলাচলও থেমে নেই। হরতালের নামে বোমাবাজি করে শুধু ছেলেমেয়েদের পরীক্ষা ব্যাহত করা হচ্ছে। হরতাল অবরোধে জনগণের কোনো সমর্থন নেই।
নাসিম বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন মানে বাঙালির জন্মদিন। বঙ্গবন্ধুর জন্মদিন মানে বাংলাদেশের জন্মদিন। ১৯৭১সালের ৭মার্চ ২২ মিনিটের বক্তব্যে শেখ মুজিবুর রহমান বাঙালিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন।
তাই বাংলার আকাশ বাতাস নদী খাল বিল সবই বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর মত দেশকে ভালোবাসতে পারলেই প্রকৃত সোনার বাংলার রূপ মেলে ধরা যাবে। এ জন্য তরুণ প্রজন্মকে বাংলার জাতিসত্ত্বার উপর বিশ্বাস ও আস্থা রাখতে হবে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ সামাদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু ও সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি।
আলোচনা সভা শেষে উপস্থিত রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫