গুলশান কার্যালয় থেকে: গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খাবার দিতে এসে আটক হলেন নাছির উদ্দিন আহমেদ ও জুয়েল খান নামের দুই যুবক।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টায় পুলিশের হাতে আটক হওয়ার আগে নাছির ও জুয়েল নিজেদের ঢাকা মহানগর ছাত্রদলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন।
এর আগে দুপুর দেড়টায় দু’টি পাকা পেঁপে, পাঁচ প্যাকেট বিরিয়ানি ও দুই বোতল বোরহানি নিয়ে কার্যালয়ের সামনে আসেন তারা।
এ সময় তারা সাংবাদিকদের বলেন, আমাদের নেত্রী না খেয়ে রয়েছেন জানতে পেরে আমরা তার জন্য খাবার নিয়ে এসেছি। এটা অপরাধের কিছু নয়। বরং আমাদের গণতান্ত্রিকর অধিকার। এর পরই মূলত তাদের পিকআপভ্যানে তুলে নেয় পুলিশ।
গাড়িতে তোলার আগে নাছির উদ্দিন ও জুয়েল খান জানান, তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। থাকেন রাজধানীর আজিমপুরে। লেখা-পড়া করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আরা কোনো বিএনপির নেতা-কর্মী-সমর্থক গুলশান কার্যালয়ে আসেননি।
তবে প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন মিডিয়ার কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫ / আপডেট: ১৪৩৫ ঘণ্টা