ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পাটগ্রামে জামায়াতের গোপন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
পাটগ্রামে জামায়াতের গোপন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আটক ১৩ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা রহমতপুর শিফার কামাতে গোপন প্রশিক্ষণ কেন্দ্র থেকে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে জিহাদি বইপত্রসহ তাদের আটক করা হয়।

ওই এলাকার আয়নাল হকের বাড়িতে তিন বছর ধরে জামায়াত-শিবিরের গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক নেতাকর্মীরা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জামায়াত কর্মী আয়নাল হকের বাড়িতে জামায়াত-শিবিরের গোপন প্রশিক্ষণ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জিহাদি বইপত্র ও প্রশিক্ষণের বেশ কিছু উপকরণসহ ১৩ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-ওই বাড়ির মালিক আয়নাল হক (৩২), একই এলাকার শিবির কর্মী মাসুদ রানা (১৯), ফরহাদ হোসেন (১৬), শাকিল হোসেন (১৬), জিয়াউর রহমান জিবু (২৫), রোকনুজ্জামান (২৫), প্রাণকৃষ্ণ গ্রামের হাসান (২১), একই উপজেলার পশ্চিম জগতবেড় আওয়ারবাড়ি এলাকার নুর আলম (১৬), আলতাব হোসেন (২২), একই এলাকার কচুয়ারপাড় গ্রামের নুরুল হুদা (১৯), হাতীবান্ধা উপজেলার দালালপাড়ার আব্দুর রহিম (২০), একই উপজেলার বড়খাতা গ্রামের জমশের আলী (৩৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নান্দিশহর গ্রামের বাসিন্দা কেন্দ্রীয় শিবির নেতা রতন মিয়া (২২)। এদের মধ্যে রতন মিয়া প্রশিক্ষক হিসেবে কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।