গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই না এদেশে মানুষ পুড়িয়ে মারা হোক, শিশুদের পুড়িয়ে মারা হোক, অন্তঃসত্ত্বা মহিলাদের পুড়িয়ে মারা হোক।
আমরা চাই না, আমাদের দেশের শিশুরা এ ধরনের প্রতিহংসার শিকার হোক।
৯৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বিশ্ব দরবারে আমরা পরিচিতি পেয়েছি। আমরা একটি দেশ পেয়েছি। জাতির পিতা শিশুদের খুব ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন প্রতিটি শিশু লেখাপড়া করবে, এদেশের নেতৃত্ব দেবে। তাই বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে আমরা ঘোষণা করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, এদেশে রাজাকার-আলবদরদের বিচার করা হচ্ছে। পেট্রোল বোমা মেরে যারা এদেশে শিশুদের হত্যা করছে, তাদেরও এদেশে বিচার করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শিশু শিক্ষার্থী আশুরা ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
** বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** বঙ্গবন্ধুর সমাধিতে আ,লীগ নেতাদের শ্রদ্ধা
** গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী