ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বেরোবি ছাত্রলীগ সেক্রেটারিকে কোপালো শিবির-ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
বেরোবি ছাত্রলীগ সেক্রেটারিকে কোপালো শিবির-ছাত্রদল

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানকে (২২) চাপাতি দিয়ে কুপিয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরীর গুড়াতিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।



ঘটনার পর স্থানীয়রা হাসানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন।

বেরোবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম (২৩) বাংলানিউজকে জানান, নগরীর গুড়াতিপাড়ার বাসা থেকে বের হয়ে হাসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। পথে শিবির ও ছাত্রদল নেতাকর্মী রিপন, নান্নু ও শঞ্চুর সঙ্গে দেখা হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাসানের মাথায় ও পায়ে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত সটকে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কোন্দলের জের ধরেই এ হামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।