সিরাজগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জে ইউপি সদস্যসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) রাত থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার রতনকান্দি ইউপি সদস্য ও বিএনপি নেতা নুরুল ইসলাম, ইটালি গ্রামের বিএনপি কর্মী আবু বক্কার এবং চন্ডিদাসগাঁতী গ্রামের জামায়াত নেতা শহিদুল ইসলাম।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫