ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে নাশকতাকারী সন্দেহে ভূমি কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
সিরাজগঞ্জে নাশকতাকারী সন্দেহে ভূমি কর্মকর্তা আটক ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নাশকতাকারী ও জামায়াতের সঙ্গে জড়িত সন্দেহে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের জানপুর মহল্লা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।



আটক কর্মকর্তা নজরুল ইসলাম (৪৫) শহরের জানপুর মহল্লার বাসিন্দা ও সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।