ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘স্বামীকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
‘স্বামীকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো’ ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ‘নিখোঁজ’ সালাহ উদ্দিন আহমেদকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করবেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় সালাহ উদ্দিন আহমেদের গুলশান-২’র ৭২ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি ‘দ্য প্লাটিনাম রেজিডেন্সে’ ইউনিভারর্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)’র একটি প্রতিনিধি দল সমবেদনা জানাতে গেলে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ এ কথা বলেন।



হাসিনা আহমেদ সংবাদিকদের বলেন, ‘আমার স্বামী কোথায় আছে, কেমন আছে তার কিছুই জানি না। স্বামীকে আমি ফেরত চাই। আমার বাচ্চারা তার বাবাকে ফেরত চায়। ’

‘আর কত দিন তিনি ফিরবেন না’ জানতে চেয়ে হাসিনা আহমেদ বলেন, ‘উনি যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে জনসম্মুখে বা আদালতে হাজির করা হোক। উনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা আমি বুঝতে পারছি না। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বামীকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো। খুব সহসাই আমি এ আবেদন করবো। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসূফ হায়দারের নেতৃত্বে ইউনিভারর্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)’র ওই প্রতিনিধি দল সালাহ উদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানায়।

এ সময় আ ফ ম ইউসূফ হায়দার বলেন,  ‘সালাহ উদ্দিন আহমেদ সফল ব্যক্তি ছিলেন। তার রাজনৈতিক সফলতা অনেক। সমাজ থেকে এভাবে একজন মানুষকে উঠিয়ে নেওয়া হবে এটা আমাদের কাম্য নয়। এ ঘটনায় আমরা স্তম্ভিত। একটি সভ্য সমাজে এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয়। ’ তিনিও সরকারের কাছে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে দিতে আহ্বান জানান।

প্রতিনিধি দলটির সদস্য হিসেবে ছিলেন, ইউট্যাব প্রেসিডেন্ট ড. সুকমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপদ ড. মোরশেদ হাসান খান, ইশরাফিল রতন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।