ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না বজলুল হক হারুন এমপি

ঢাকা: বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না বলে মত দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি। তিনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে কেউ ছোট করতে চাইলে সে নিজেই ছোট হবে।

বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে ও বিশ্ববাসীর মনে যে স্থানে রয়েছেন তিনি সেখানেই থাকবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বায়তুল মুকাররমে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বজলুল হক হারুন আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মের এ মাসে, ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে পুরো জাতি মাত্র নয় মাসের মধ্যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তার কল্যাণেই আমরা পেয়েছি স্বাধীন ভূমি।

এ সময় ধর্ম সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান বলেন, বঙ্গবন্ধু মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার জন্ম না হলে আমরা পেতাম না আমাদের স্বাধীনতা।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড গভর্ণর আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব অহিদুল ইসলাম প্রমুখ।

আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ছিলেন প্রকৃত বাঙালি ও একজন প্রকৃত মুসলমান। তার বিশালতার কাছে সব কিছু হার মেনেছে। বঙ্গবন্ধুর জন্যই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, বঙ্গবন্ধুর কল্যাণেই আমরা ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন পেয়েছি।  

এরআগে, এদিন সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৫ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।