ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক সমস্যার সমাধান আলোচনাতেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
রাজনৈতিক সমস্যার সমাধান আলোচনাতেই ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনাকেই আবারও সমাধান হিসেবে অভিমত দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশ’র চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বানের সুরে বিএনপির সাবেক এই নেতা বলেন, পৃথিবীর যেকোনো রাজনৈতিক সমস্যা শুধু কথা বলে, আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।

যদিও এটা স্বীকার করেন না অনেকে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন।

‘প্রধানমন্ত্রীর কোনো কোনো পরামর্শদাতা বিষয়টি বোঝেন না’ বলেও ইঙ্গিত করেন বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন, তারা কীভাবে কথা বলেন!

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। এটা কেমন ধরনের রাজনীতি! একজন মানুষ পুরোপুরি নিখোঁজ হয়ে যাবে, তার খোঁজ কেউ জানবে না!

আওয়ামী লীগের সমালোচনাও করেন বিএনপির সাবেক এই নেতা। তিনি বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করে আমি তাদের কথা বলবো। আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় যেতে রাজনীতি করেন।

বিএনপির প্রয়াত নেতা খোন্দকার দেলোয়ারের হোসেনের প্রশংসায় বদরুদ্দোজা বলেন, তার মতো নেতাকে আমরা স্মরণ করবো আজীবন।

সংসদ বা যেকোনো আসরের স্পিকারের সঙ্গে ধমক দিয়ে কথা বলতে যারা অভ্যস্ত তাদের সমালোচনাও করেন বদরুদ্দোজা।

সংগঠনের সভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খলিলুর রহমান, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ছড়াকার আবু সালেহ, মুক্তিযোদ্ধা ইমতিয়াজ হোসেন চপল ও গণসংহতি দলের সভাপতি এস আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।