ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদকের আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
গোপালগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদকের আ’লীগে যোগদান বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আশরারুল হক লিটু আওয়ামী লীগে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বেদগ্রাম মাঠে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাতে ফুল দিয়ে বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।



এ সময় শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি এখন আর গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল নয়, জঙ্গি দল। দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে খালেদা জিয়া এ অপতৎপরতা চালাচ্ছেন। তাই তার কথা এখন কেউ শুনছে না।

সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মো. আশরারুল হক লিটু বলেন, খালেদা জিয়া বেশ কিছুদিন আগে গোপালগঞ্জ নিয়ে কটুক্তি করেন। তিনি গোপালগঞ্জের নাম মুছে ফেলতে চেয়েছেন। আমি গোপালগঞ্জের সন্তান হয়ে এটা মেনে নিতে পারিনি। তাই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করলাম।

দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সহ-সভাপতি ফকরুল বাশার, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র রেজাউল হক সিকদার (রাজু), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাব উদ্দিন আজম, সাধারণ সম্পাদক এম বি সাইফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান প্রমুখ।

এ অনুষ্ঠানে বেদগ্রামসহ আশাপাশের ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।